আন্তর্জাতিক ডেস্ক : মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, মস্কো বাহিনী নাইট্রিক অ্যাসিডে পূর্ণ একটি ট্যাংকে বিমান থেকে বোমা হামলা করেছে। হেইদেই এ সময় একটি ছবিও সংযুক্ত করেন। যেখানে অ্যাপার্টমেন্টের ওপর ধোঁয়ার গোলাপি মেঘ দেখা যায়। এ বিস্ফোরণে হেইদেই হতাহতের সংখ্যা জানাননি। এএফপিকে এক ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, যখন ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মতবিরোধে জড়িত, তখন সেভেরোদোনেৎস্কের অর্ধেকের বেশি দখলে নিয়েছে রুশরা।
স্থানীয় মেয়র জানান, সেভেরোদোনেৎস্কের অবস্থা ‘খুবই ভয়াবহ’। সেখানে রুশ সেনারা অ্যাসিডযুক্ত একটি ট্যাংকের বিস্ফোরণ ঘটিয়েছে বলে দাবি করেন মেয়র। আর তাই শহরের বাসিন্দাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বিষাক্ত বাতাস থেকে রক্ষায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত রাশিয়ার হামলায় সেভেরোদোনেৎস্কের অন্তত ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি কিয়েভের। তবে নগরীর কিছু অংশের নিয়ন্ত্রণ ইউক্রেনীয় সেনারা ধরে রেখেছে বলে জানা গেছে।
ইউক্রেনের দোনবাস অঞ্চলের আরও ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। এর মধ্যেই শহরটি দখলের দাবি করল মস্কো। অন্যদিকে, রাশিয়া অধিকৃত ইউক্রেনের আরেক শহর খেরসনে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। এক বিবৃতিতে ইউক্রেন জানায়, অঞ্চলটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ইউক্রেনে অব্যাহত রুশ হামলার মধ্যেই মঙ্গলবার দেশটির বেসামরিক নাগরিকদের ওপর গোলাবর্ষণের অভিযোগে দুই রুশ সেনাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর আগে গেল সপ্তাহে দুই রুশ সেনা অ্যালেক্সান্ডার ববিকিন ও অ্যালেক্সান্ডার ইভানভ নিজেদের দোষ স্বীকার করেন।
এদিকে, রুশ হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় সোমবার ব্রাসেলসে নতুন করে আরও ৯০০ কোটি ইউরো জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিন রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে হবে বলে মন্তব্য করেন লাটভিয়ার প্রধানমন্ত্রী। এ সময় শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় নেতাদের কোনো ধরনের ভুল করা চলবে না বলেও সতর্ক করেন তিনি।
কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫