মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরণ গ্রামে পারিবারিক কলহের জেরে ছলের হাতে থাকা খাটের পাওয়ার বাটামের আঘাতে বৃদ্ধ বাবা আব্দুল কাদের দওয়ান (৭০) এর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে,২২) সকালে এ ঘটনাটি ঘটে। পাষন্ড ছেলে সুলতান মাহমুদ আটাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। নিহত আব্দুল কাদের দেওয়ান পাঁচবিবি উপজেলার বরণ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ পাষন্ড ছলে সুলতান মাহমুদকে আটক করেছে।
সুলতানের পরিবার ও এলাকাবাসী জানান, পাষন্ড সুলতান একজন মাদকাক্ত ছিলেন। প্রায় সে নানান অজু হাতে তার স্ত্রী ও সন্তানদের মারধর করত।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, রবিবার সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক ঝগড়া হয়। বাকবিতন্ডার একপর্যায় ছেলে খাটের পাওয়া দিয়ে বাবার মাথায় সজোড়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
কিউএনবি/অনিমা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯