মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যোর প্রতিবাদে জয়পুরহাটে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মে,২২) দুপুর ১২ টায় জেলা বিএনপির অফিসের সামনে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক সাবেক এমপি সামশুজ্জোহা খান।
এসময় আরও বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, গোলজার হোসেন, সদস্য ফজলুর রহমান, সেলিম রেজা ডিউক, বিএপি নেতা মুশফিকুল আলম বুলু, ওবাইদুর রহমান সুইট, মুঞ্জুওে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার , সাধারন সম্পাদক জাহেদা কামাল, আক্কেলপুরএর পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র , সদস্য সচিব মোকতাদুল আদনান সহ অন্যন্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা সারাদেশে আওয়ামীলী সন্ত্রাসীদের নৈরাজ্য, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বলেন নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে না, তাই অতি দ্রুত এই অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। এছাড়াও অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি, ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা বাতিলকরে দেশে আসার সুযোগ দেয়ার দাবী জানান বক্তারা।
কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮