আন্তর্জাতিক ডেস্ক : সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার পর থেকে জোটটিতে যোগদান পর্যন্ত দেশ দুটির যেকোনো নিরাপত্তা সংক্রান্ত জটিলতা মোকাবিলার করার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিশীল বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের মধ্যেই ন্যাটোতে যোগদানের ব্যাপারে সুইডেন ও ফিনল্যান্ড সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ন্যাটোতে যোগদানের পরিণতি সম্পর্কে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সুইডেন এবং ফিনল্যান্ডকে সতর্ক করেছে রাশিয়া।
কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১২:৩৭