ডেস্কনিউজঃ বৈরী আবহাওয়ায় কারণে দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল আধাঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টার পর লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটে ফের চালু হয়।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের ম্যানেজার ফয়সাল (বাণিজ্য) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে রাত ৯টার পর থেকে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৯টা ৪৫ মিনিটে ফের চালু করা হয়েছে।
কিউএনবি/বিপুল/২৯ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.২৭