এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় খাদ্য বান্ধব ডিলারদের মাধ্যমে ১০ টাকা মূল্যের চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ২২ মার্চ রাতে জেলা খাদ্য অধিদপ্তরের অভিযানে ২১৯ বস্তা চাউল জব্দ ও গুদাম সীলগালা করা হয়েছে। বিএমচর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার জুবায়েরুল ইসলামের গুদামে জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমার উপস্থিতিতে মঙ্গলবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান এ অভিযান পরিচালনা করেন।
খাদ্য বান্ধব ডিলার জুবাইরুল ইসলামের মাধ্যমে বিএমচর এলাকার ৬৫২ জন উপকার ভোগী ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাউল পেয়ে থাকেন। ৬৫২ জন উপকার ভোগীর জন্য বরাদ্দকৃত ৩৯১ বস্তা চাউল গত ২১ মার্চ উপকার ভোগীদের কাছে এসব চাউল বিতরণ করার কথা থাকলেও, তা বিতরণ না করে রেখে দেওয়ার অপরাধে অভিযান চালিয়ে ২১৯ বস্তা চাউল জব্দ করে উক্ত গুদাম টি সীল গালা করা হয়। ডিলার জুবায়রুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন মল্লিক বলেন, বিএমচরের খাদ্য বান্ধব ডিলার জুবায়েরের চাউল গুলো নিম্ন মানের বলে আমাকে অভিযোগ করায়, আমি তাকে সেম্পল নিয়ে আসতে বলি। পরে বিষয় টি সুরাহা করারব জন্য খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেন বলে জানান। উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অভিযোগের প্রেক্ষিতে বিএমচর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলারের গুদামে অভিযান চালিয়ে ১৮০ বস্তা চাউল জব্দ করে গুদাম টি সীল গালা করা হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮