
শিমুল দেব,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকীকে ১০১তম বলে মাইকে প্রচার ও আলোচনা সভার ব্যানারে ভুল লেখায় ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের খামখেয়ালীপনার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতিয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এ লক্ষ্যে বুধবার (১৬ মার্চ) উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দিনব্যাপী শহরে কর্মসূচী উল্লেখ করে মাইকিং করা হয়। প্রচার মাইকিংয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনকে ১০১ তম জন্মদিন হিসেবে প্রচার করা হয়।
এরপর বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভার ব্যানারেও ১০২ তম জন্মদিনের জায়গায় ১০১ তম জন্মদিন লেখা হয়। অনুষ্ঠানের পর রাতে ব্যানারের ভুল লেখা ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে কয়েকজন সাবেক ছাত্রনেতা তাদের ফেসবুক পোষ্টে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের খামখেয়ালীপনার কারণে বঙ্গবন্ধুর জন্মদিনের সাল ভুলভাবে প্রচারনা ও ব্যানারে উপস্থাপন করায় চরম ক্ষোভ প্রকাশ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক রিপন মিয়া তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ব্যানারের ভুল তুলে ধরে লেখেন, উলিপুর উপজেলা আওয়ামীলীগের লীগের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী জানেন না। উলিপুর উপজেলা আওয়ামীপরিবার কবে এই দুর্নীতিবাজের হাত থেকে মুক্তি পাবে। তার এই পোষ্টটি মহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় উঠে।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহ বলেন, সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের দুরে ঠেলে দিয়ে শীর্ষনেতারা তাদের অনুগত ও অনুপ্রবেশকারীদের দ্বারা দল পরিচালনা করলে ভুল হওয়াটাই স্বাভাবিক।এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু জানান, আমি ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীনদের মাঝে গৃহনির্মানের জায়গা বাছাই করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ব্রহ্মপুত্র নদবেষ্টিত বেগমগঞ্জ ইউনিয়নে ছিলাম। উলিপুরস্ত নেতা-কর্মীরা আমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং তারাই বিষয়টি আয়োজন করেন। এ কারনে অসাবধনতা বসত ভুল হয়ে থাকতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩৯