
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে তারা ১০০ সেনাসহ স্কাই স্যাবর ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। যুক্তরাজ্য সরকারের বর্ণনামতে, স্কাই স্যাবর একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শব্দের গতিতে ভ্রমণ করা টেনিস বলের আকারের বস্তুকেও আঘাত করতে সক্ষম বলে জানানো হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনীর মতে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিতে তিনটি উপাদান রয়েছে- একটি ত্রিমাত্রিক নজরদারি রাডার, একটি যুদ্ধ ব্যবস্থাপনা ও গোয়েন্দা ব্যবস্থা এবং একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার)।
এটি ৯৯ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার গতি ঘণ্টায় ২৩০০ মাইল পর্যন্ত উঠতে পারে। এটি পোল্যান্ডকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও বোমা থেকে আত্মরক্ষা করার সক্ষমতা দেবে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ১০০ ব্রিটিশ সেনাকে তিন থেকে ছয় মাসের সংক্ষিপ্ত মেয়াদে ন্যাটো দেশ পোল্যান্ডে পাঠানো হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, স্যাবর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পোলিশ আকাশসীমা রক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। এটির উদ্দেশ্য সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক।
সূত্র : বিবিসি
কিউএনবি/আয়শা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৮