নাটোর,প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ইঞ্জিন চালিত নছিমনের চাপায় শহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার মৌখাড়া বাজারে এই দূর্ঘটনা ঘটে।নিহত ৫৫ বছর বয়সী শহিদুল একই উপজেলার রেজুর মোড় উত্তরপাড়া গ্রামের মৃত মোশাহেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে মৌখাড়া বাজারে ইঞ্জিন চালিত নছিমন শহিদুল ইসলামকে পেছন থেকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানিয়রা নছিমনসহ চালক সাইদুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লছিমনটি জব্দসহ তার চালককে থানায় নিয়ে আসে। অভিযোগ না করায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫১