
স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ উপলক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৬ সদস্যের দলে প্রথম সারির সব ক্রিকেটারই আছেন। শুধু ফিটনেসের কারণে দলে জায়গা হয়নি এনরিখ নর্টিয়ে আর সিসান্ডা মাগালার। ১৮ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।
কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২