মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে সকাল ৮ টায় জয়পৃুরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।
পরে বিকালে স্থানীয় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে ঐতিহাসিক ৭ই মার্চেও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/৭ ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭