এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ২১ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি ৩১টি রিকল তামিল করা হয়। এর মধ্যে জিআর ২২টি ও সিআর ৯টি।থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার সকাল ৮টা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর মামলার ১১ জন, সিআর মামলার ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তৌফিকুল আলম ও ওসি মুহাম্মদ ওসমান গনি বিশেষ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে কেউ ঘরে থাকতে পারবে না।
কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১