আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বীর মুক্তিযােদ্ধা জিএম রাজ্জাক আর নেই। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে। উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মৃত-আছির উদ্দিন আহমেদ এর ছোট ছেলে, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উর্দ্ধতন শিল্প নির্দশক ও চিলাহাটি সমিতি ঢাকার সম্মানিত অভিভাবক বীর মুক্তিযােদ্ধা জি.এম.এ আব্দুর রাজ্জাক (৭৮) বুধবার দুপুর ১.৫০ মিনিটে ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন…( ইনা লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ৩রা মার্চ বৃহঃবার বাদ যোহর চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানা যায়।
কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩২