
মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১১ টায় হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল হক খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছিম আহমেদ টুকুসহ অনেকে।
আলোচনা সভায় হাকিমপুর পৌরসভার প্রতিটি সড়ক শহীদ মুক্তিযোদ্ধাদের নামে নাম করণ করা ও পৌর কার্যালয়ে মেয়রের পার্শ্বে মুক্তিযোদ্ধাদের জন্য একটি সংরক্ষিত চেয়ার রাখার ঘোষনা দেন।
কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬