এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উপজেলা নির্বাচন অফিস চকরিয়ার উদ্যেগে ২মার্চ জাতীয় ভোটার দিবস-২২ উদযাপন করা হয়েছে। অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম।
ভোটার দিবস উপলক্ষে কেক কাটা, স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটারদের ছবিতোলা, বর্নাঢ্য র্যালীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। দিবসের উদ্বোধন করেন- প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি। সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫