শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

চকরিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩টি গবাদিবপশু পুড়ে অঙ্গার 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ Time View
এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলায় অগ্নিকান্ডে এক দিনমজুর পরিবারের বসতঘরসহ গোয়াল ঘরে থাকা ৩টি গবাদি  পুড়ে অঙ্গার হয়ে গেছে। এতে  প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আইয়ুবের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো: আইয়ুব ওই এলাকার নাজেম উদ্দিন দুদু’র ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশকাটা পশ্চিম পাড়ার বাসিন্দা নাজেম উদ্দিন দুদু’র পুত্র মো: আইয়ুব পেশায় একজন দিনমজুর।  আইয়ুব তার স্ত্রী, ৪ সন্তান নিয়ে ১টি ছোট্ট ঘরে গাদাগাদি করে কোন রখম বসবাস করতো। বসতঘর লাগোয়া ছিল গোয়াল ঘর। আকস্মিক বৈদ্যূতিক সকসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে মুহূর্তে আগুনের লেলিহান শিখা গোয়াল ঘর ও গরুর খড়ের গাদায় ছড়িয়ে পড়ে। এতে বসতঘর থেকে তার সন্তানদের প্রাণে রক্ষা করলেও গোয়াল ঘরে থাকা ৩ গবাদি পশুকে প্রাণে রক্ষা করা যায়নি। ওইসময় বসত ঘরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে সম্পূর্ণ  ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একদল কর্মী ঘটনাস্থলে পৌঁছার আগেই দিনমজুর আইয়ুবের সহায় সম্বল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সে এখন নিঃস্ব। বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে তার পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্থ দিনমজুর মো: আইয়ুব জানায়, স্ত্রী-সন্তানদের পরণের কাপড় ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি। আগুনে পুড়ে সবকিছু ভস্মিভূত হয়ে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানীয় পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা । সময় চেয়ারম্যান বলেন ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান কাছে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে করে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য শুকনো খাবার ও শীতবস্ত্র তুলে দেয়া হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। জেলা প্রশাসনের অনুদান পাওয়ার সাথে সাথে তা ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রদান করা হবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit