স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা ছেড়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি গত বছর নাম লিখিয়েছেন পিএসজিতে। লা লিগা ছেড়ে তিনি এখন খেলছেন লিগ ওয়ানে। নতুন লিগে নিজের প্রথম মৌসুমেই জাত চেনাচ্ছেন মেসি। এরই মধ্যে অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
লিগ ওয়ানের চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও আছে তারা। লিগের ১০ ম্যাচে ছিলেন না মেসি, তিনি খেলেছেন ১৬টি ম্যাচে। এই ১৬ ম্যাচ খেলেই লিগে অ্যাসিস্টে শীর্ষে উঠেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গতরাতে ঘরের মাঠ পার্ক দে পিন্সেসে সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল পাননি মেসি। তবে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। ফলে ১৬ ম্যাচে ১০টি অ্যাসিস্ট হয়ে গেছে তার।
মেসির সমান ১০টি অ্যাসিস্ট রয়েছে তার সতীর্থ এমবাপ্পেরও। তবে এমবাপ্পে ম্যাচ খেলেছেন ২৪টি। তিনে রয়েছেন অলিম্পিক মার্শেইয়ের মিডফিল্ডার দিমিত্রি পায়েত। অ্যাসিস্টে সেরা হলেও লিগ ওয়ানে মেসি পিছিয়ে আছেন গোলের তালিকায়। ১৬ ম্যাচে মাত্র দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছেন তিনি।
কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬