তরিকুল ইসলাম, ঝিকরগাছা(যশোর) সংবাদদাতা।। ভালোবেসে বিয়ের মাত্র দেড়মাস ১ মাস ১৪ দিন পর যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউপির সাগরপুর গ্রামে শশুরবাড়িতেই নববধু (কলেজছাত্রী) মিনারা খাতুন (২৪) এর রহস্যজনক মৃত্যু। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। মিনারা খাতুন সাগরপুর গ্রামের মশিয়ার রহমানের পুত্র বাবুল আক্তারের স্ত্রী ও পাশ্ববর্তী শিয়ালঘোনা গ্রামের মন্টু সরদারের কণ্যা। সে যশোর সরকারী এম এম কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ সন্ধ্যায় ঘরের মধ্যে ঝুলে থাকা লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। শশুরবাড়ির লোকজন গৃহবধূ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে বলে মিনারা খাতুনের পরিবারের দাবি। ঘটনার পর থেকে মিনারার স্বামী,শশুরসহ পরিবারের লোকজন পালাতক রয়েছে বলে জানাগেছে।
কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:২৩