
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের আল আমিন পার্কের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ সন্ধ্যারপর পার্কের মালিক আবদুর রহমান(৫০)কে গ্রেফতার করে।
পুলিশ ডাক্তারী পরিক্ষার জন্য ছাত্রীকে উদ্ধার করেছে। জানাযায়, পৌরশহরের তাহেরপুরে আল আমিন পার্কের পাশে এক দিনমজুর ভাড়া বাসাতে পরিবার নিয়ে বসবাস করে আসছে। অভিযোগ রয়েছে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে আবদুর রহমান ওই দিনমজুরের অষ্টম শ্রেনিতে পড়ুয়া মেয়েকে ফুসলিয়ে পার্কের ভেতর একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষন করে। ছাত্রীর পিতা জানান, বিষয়টি জানার পর প্রতিবাদ করলে আবদুর রহমান স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে তাকে সহ পরিবারবর্গকে এলাকা ছাড়া করাসহ জীবন নাশের হুমকি দেয়।ফলে ওই সময় তারা আইনের আশ্রয় নিতে পারেননি।
সর্বশেষ আবদুর রহমান গত শুক্রবার আবারও ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্কে নিয়ে ধর্ষন চেষ্টা চালায়। এসময় ওই ছাত্রী চিৎকার দিলে তার মাসহ আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় পার্কের মালিক আবদুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, মামলার পর সন্ধ্যার পর আবদুর রহমানকে গ্রেফতার এবং ডাক্তারী পরিক্ষার জন্য ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১