নাটোর ,প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের একটি ভুট্টা ক্ষেত থেকে ফকির চাঁন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ফকির চাঁন উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুন পাড়া মহল্লার মৃত হাতেম আলীর ছেলে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সকালে উপজেলার গোপিনাথপুর বিলে ভুট্টা ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানিয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩