মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ডাম্পার ট্রাক উল্টে শ্রী মহন কুমার পাল (২৮) নামে গাড়ির মালিক নিহত হয়েছে। বুধবার বিকেলে কুষ্টিয়া-ভেড়ামারা সড়কের সাহেবনগর গোরস্থানের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী মহন কুমার পাল মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের শ্রী তেল্লা পালের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ডাম্পার ট্রাকটি ভেড়ামারা উপজেলার বারোমাইল বালিরঘাট থেকে বালি লোড করে রানাখড়িয়া বালির ঘাটে আসছিল। এ সময় চালকের পাশের আসনে বসে ছিল নিহত মহন কুমার পাল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫