এম রায়হান চৌধুরী,চকরিয়া প্রতিনিধি : চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব জাফর আলম (এমএ) এর অর্থায়নে আকতার কামালের তত্ত্বাবধায়নে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া তলিয়াঘোনা খালের উপর কাঠের সেতু নির্মাণ করা হয়।সোমবার(৭ জানুয়ারী) পবিত্র জুহুরের নামাজের পরে সেতুটির শুভ উদ্বোধন করা হয়।সেতুটি উদ্বোধন করেন,খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন,সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান(শফি মেম্বার) ও সাধারণ সম্পাদক বাহাদুর হক।এসময় উপস্হিত ছিলেন,৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ঈদুল আমিন,সাধারণ সম্পাদক আকতার কামাল,মনজুর আলম,নাছির উদ্দিন,আব্দুর রশিদ,মেহের আলী প্রমূখ।
আকতার কামাল জানান,খুটাখালী মেদাকচ্ছপিয়া তলিয়াঘোনা জোয়ার-ভাটা খাল পারাপারে প্রতিদিন আনুমানিক ৬/৭হাজার মানুষ কষ্ট পাচ্ছে।মানুষের কষ্টের দিকে চিন্তা করে গত ২০২০ সালে আমার নিজ অর্থায়নে কাঠের সেতু নিমার্ণ করি।দীর্ঘ দুই বছর পরে সেতুটি ভেঙ্গে পড়ে।সেতুটি ভেঙ্গে পড়ায় গভীর খালটি পারাপারে আবারো মানুষ কষ্ট পাচ্ছে।পরে আমি বিষয়টি এমপি মহোদয়কে জানায়।এরপর এমপি মহোদয় নিজ তহবিল থেকে ২৫০ফিট লম্বা ও ৪ফিট প্রস্হ করে কাঠের সেতু করার জন্য নগদ ২লক্ষ টাকা অনুদান দেয়।উক্ত টাকা দিয়েই আমি নিজের তত্ত্বাবধায়নে সেতুটি নিমার্ণ করেছি।ফলে কাঠের সেতুর কাজ সম্পন্ন করার পরে সোমবার দুপুরে সেতুটির উদ্বোধন করা হয়েছে।বিধায় সেতুর উপর দিয়ে সর্বসাধারণের পারাপার উন্মুক্ত করা হলো।
কিউএনবি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪