মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শার পালিয়ে থাকা ধর্ষন মামলার এক আসামিকে ১ মাস ৬ দিন পর পুলিশ আটক করেছে। আটক আসামী বজলুর রহমান গাজী শার্শার রুদ্রপুর গ্রামের আনছার আলী গাজীরছেলে। গত বৃহস্পতিবার রাতেগোপন সংবাদের ভিত্তিতে বজলুকে ঢাকার পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
শার্শার রুদ্রপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে চলার পথে উত্যাক্ত করত বজলু। এর এক পর্যায় গত ২০২১ সালের ২১ ডিসেম্বর সন্ধায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরন করে বখাটে বজলু। এরপর একটি গোপন ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে ছাত্রিকে।এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে লম্পট বজলু পালিয়ে যায়। আর এ ঘটনার পর থেকে বজলু পালিয়ে ছিল।
বিষয়টি ঐ ছাত্রী পরিবারকে জানালে তার পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে লম্পট বজলু আসামী করে থানায় একটি ধর্ষন মামলা করেন। মামলার পর পুলিশ বজলুকে ধরতে অভিযান অব্যহত রাখে। অবশেষে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার পল্লবী এলাকা থেকে আটক করা হয়। লম্পট বজলুর বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, আটক আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮