ময়না আকন্দ,জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব-১৪ এর সদস্যরা।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র্যাব-১৪,সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল গত রবিবার রাতে উপজেলার পঞ্চাশী গ্রামের পঞ্চাশী তিনআনী মোড় এলাকায় অভিযান চালায়।
এসময় র্যাব সদস্যরা ৫ গ্রাম হোরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ বাচ্চু মিয়া (৩৫)কে গ্রেফতার করেন। আটক বাচ্চু মিয়া একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ জহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮