তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের ঝিকরগাছা থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক ১২ জন আসামীকে আটক করেছে। আটক কৃতরা হলো, উপজেলার নাভারন ইউনিয়নের হাড়িয়া গ্রামের আমির হোসেনের ছেলে রেজাউল ইসলাম, সদর ইউনিয়নের পায়রা ডাঙ্গা গ্রামের আব্দুল বাকীর ছেলে জমির গাজী, হাজির বাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রহমান ও রফে লালটু ও মেয়ে স্বপ্না খাতুন,একই গ্রামের হজরত আলীর স্ত্রী জাহানারা বেগম, নাভারন ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম,
পৌরসদরের কাটা খালএলাকার মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম, নির্বাস খোলা ইউনিয়নের নন্দী ডুমুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহেল রানা, পৌরসদরের ঝিকরগাছা বেলে বটতলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে আমিনুর রহমান, গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামের দুলাল দাসের ছেলে প্রবীর দাস, মাগুরা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মহর আলীর ছেলে রবিউল ইসলাম ও নির্বাসখোলা ইউনিয়নের পারবেড়া রুপানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে মহসীনআলম।
আটক কৃতরা সকলেই আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী। আটকের পর সকলকে শনিবার দুপুরে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে থানার ডিউটি অফিসার এস আই জুয়েল রানা জানিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৩