জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : সময়ের ব্যবধানে মাদকে ছয়লাব লালমনিরহাট জেলা। আর এই মাদক ব্যবসার সাথে খোদ পুলিশ সদস্যরাই জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর সদস্যদের হাতে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক পুলিশ সদস্য হুমায়ুন কবিরই তা প্রমান করে।মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেলে পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সদস্যরা ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।আটককৃত পুলিশ সদস্য হুমায়ুন কবির হাতীবান্ধা হাইওয়ে থানায় কনস্টবল পদে কর্মরত আছেন বলে জানা গেছে।
লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ স্টিকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল।
এ সময় রংপুরগামী একটি মোটর সাইকেল সন্দেহমুলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ধ্যায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ওই পুলিশ কনস্টবল তার থানার অধিনেই কনস্টবল পদে কর্মরত আছেন বলে নিশ্চিত করেছেন।
কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪০