
সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কবি ফাহমিদা ইয়াসমিনের ৪০তম জন্মোৎসব উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে জন্মোৎসবের আয়োজন করা হয়। চাঁদের হাট পাঠাগার’র আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি রঈস উদ্-দিন আহমদ। কবি শাকিল আহমেদ’র সঞ্চালনায় কবি ফাহমিদা ইয়াসমিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি কাজী বর্ণাঢ্য, মুহাম্মদ আলী, তাপস তালুকদার, ধর্মপাশা শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাতা গোলাম জিলানী প্রমুখ।
জন্মোৎসবের আলোচনা শেষে কবি ফাহমিদা ইয়াসমিনের স্বরচিত কবিতা পাঠ, গানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর লেখা ৩০টি বই উপস্থিত দর্শকদের মাঝে বিনামূল্যে বিতরণ ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭