আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ইসরাইলি সংবাদপত্র জেরুজালেম পোস্টের ওয়েবসাইট হ্যাক হয়েছে। সোমবার ভোরের প্রথম প্রহরে ইরানপন্থি হ্যাকাররা এই কাজ করেছে বলে অভিযোগ করেছে পত্রিকাটি।
ওয়েবসাইট হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের মূল পাতায় সংবাদের পরিবর্তে একটি ইলাস্ট্রেশন দেখা যায়। যেখানে ইসরাইলের ‘দিমুনা পরমাণু স্থাপনা’ উড়িয়ে দেওয়া হচ্ছে এমন চিত্র দেখানো হয়েছে। ওই ইলাস্ট্রেশনে ইরানের নিহত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির প্রতিরূপ রিং পরিহিত একটি আঙুল থেকে ব্যালেস্টিক মিসাইল পড়তে দেখা যায়। এর পাশে ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা রয়েছে, ‘আমরা তোমাদের ততটা কাছাকাছি রয়েছি, যতটা তোমরা কল্পনাও করতে পারো না।’
উল্লেখ্য, কাসেম সোলাইমানিও তার অনামিকায় রিং পরতেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। জেরুজালেম পোস্ট ইসরাইলের একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। সংবাদমাধ্যমটি হ্যাকের ঘটনাকে ইসরাইলের জন্যও সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে।
কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২