মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

ডিসেম্বর মাসে বিজিবির অভিযানে ১২০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্ক নিউজ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২১ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২০ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬,০১,৬৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯,৫৬২ বোতল ফেনসিডিল, ১৭,৮৬১ বোতল বিদেশী মদ, ১,৭০৪ ক্যান বিয়ার, ১,৬৯৩ কেজি গাঁজা, ৯ কেজি ২৯৮ গ্রাম হেরোইন, ১৫,৭৫৬টি ইনজেকশন, ৪,৭৬৫টি ইস্কাফ সিরাপ, ৩,১১১ বোতল এমকেডিল/কফিডিল, ৮,৩৯৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৯৫,১৫২টি অন্যান্য ট্যাবলেট। 

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৫ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ৬২ কেজি ৬৮০ গ্রাম রূপা, ১,৫৬,৩২১টি কসমেটিক্স সামগ্রী, ১,৭৫৫টি ইমিটেশন গহনা, ১০,৪৩৮টি শাড়ী, ৫,০৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১,০৫১ মিটার থান কাপড়, ১,৯৫০ ঘনফুট কাঠ, ১০,৯৪৯ কেজি চা পাতা, ১৩০ কেজি গ্যামাক্সিন পাউডার, ১৪,৯০০ কেজি কয়লা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ৯টি ট্রাক/কাভার্ডভ্যান, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১৩টি পিকআপ, ৪৪টি সিএনজি/ইজিবাইক এবং ৬৬টি মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, ১টি এসএমজি, ৫টি বিভিন্ন প্রকার গান, ৮টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি এবং ৩৫টি খালি খোসা। 

এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২০ জন বাংলাদেশী নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit