স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে খেলতে গিয়ে যেকোনো ফরম্যাটেই বাংলাদেশের পরাজয়ের লজ্জা জুটেছে। একটাও জয় নেই। টেস্টে তো বেশির ভাগই ইনিংস পরাজয়। বোল্ট-সাউদি-ওয়াগনারদের সামনে খাবি খাওয়া। কিন্তু চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনে আজ রবিবার দেখা গেল অন্য এক বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্ত আর নতুন মুখ মাহমুদুল হাসান জয় মিলে চোখ জুড়ানো টেস্ট ব্যাটিং উপহার দিলেন। শেষবেলায় শান্ত আউট হলেও মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা মাহমুদুল এখনো অপরাজিত।
সাদমান ইসলামের সঙ্গে ওপেনিংয়ে নেমে দিনশেষে ২১১ বলে অপরাজিত ৭০* রান তুলে মাঠ ছেড়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মাহমুদুল। ১৬৫ বলে তিনি ফিফটি তুলে নিয়েছেন। তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছিল, অভিজ্ঞ কোনো ব্যাটার হয়তো ধ্রুপদি টেস্ট ব্যাটিংয়ের প্রদর্শনী করছেন। পিওর টেস্ট ব্যাটিং। এ জন্যই তাঁর নামের পাশে যুক্ত হলো অনন্য এক রেকর্ড। এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে দেড় শর বেশি বল খেলতে পারলেন বাংলাদেশের কোনো ওপেনার।
নিউজিল্যান্ডের কন্ডিশনে বিশ্বের বড় বড় ব্যাটারও মানিয়ে নিতে হিমশিম খান। সেখানে অনেক দুঃসহ অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তার ওপর গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এমন পারফরম্যান্স অপ্রত্যাশিতই বটে। নিউজিল্যান্ড রিভিউ নিলে মাহমুদুল অবশ্য ব্যক্তিগত ২০ রানেই আউট হতে পারতেন। কিন্তু সুন্দর একটা ইনিংস গড়তে স্কিলের পাশাপাশি ভাগ্যের সমর্থনও প্রয়োজন আছে। মাহমুদুল সেটাও পেয়ে গেছেন।
কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯