ডেস্ক নিউজ : ইন্দোনেশিয়ায় ৬৮ হাজার বছরেরও বেশি পুরোনো একটি হাতের ছাপের শিল্পকর্ম আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এটি এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে পুরোনো গুহাচিত্র। এই আবিষ্কার মানুষের সৃজনশীলতা ও প্রতীকী চিন্তার ইতিহাস নতুনভাবে ব্যাখ্যা করতে বাধ্য করছে।
গবেষকরা ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের চুনাপাথরের গুহায় এই শিল্পকর্মটি খুঁজে পান। আবিষ্কারটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। ছবিটিতে লাল রঙের একটি মানুষের হাতের ছাপ দেখা গেছে। ধারণা করা হয়, প্রাচীন মানুষ গুহার দেয়ালে হাত রেখে তার ওপর লাল রঙ ফুঁ দিয়ে এই ছাপ তৈরি করেছিলেন। এটি শিল্পের একেবারে প্রাথমিক ধরণ হিসেবে ধরা হয়।
বিজ্ঞানীরা গুহার দেয়ালে জমে থাকা খনিজ স্তরের ইউরেনিয়াম পরীক্ষা করে বয়স নির্ধারণ করেন। এতে দেখা যায়, হাতের ছাপটির বয়স কমপক্ষে ৬৭ হাজার ৮০০ বছর। এটি আগের সবচেয়ে পুরোনো গুহাচিত্রের চেয়েও প্রায় ১৫ হাজার বছর বেশি পুরোনো। ওই চিত্রটিও সুলাওয়েসিতেই পাওয়া গিয়েছিল, যেখানে মানুষ ও শূকরের মতো প্রাণীর ছবি ছিল।
এই হাতের ছাপটি ফ্রান্সে পাওয়া সবচেয়ে পুরোনো গুহাচিত্রের চেয়ে প্রায় ৩০ হাজার বছর আগের। গবেষকদের মতে, শুধু বয়স নয়, ছবিটির ধরনও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হাতের আঙুলগুলো স্বাভাবিক মানুষের মতো নয়, বরং পশুর নখরের মতো বাঁকানো। এতে বোঝা যায়, প্রাচীন মানুষ হয়তো মানুষ ও প্রাণীর সম্পর্ক নিয়ে প্রতীকী ভাবনা প্রকাশ করছিল।
গবেষকরা মনে করছেন, বর্তমান পূর্ব ইন্দোনেশিয়ার মানুষরা বিজ্ঞানীদের ধারণার চেয়েও অনেক আগে শিলাচিত্র আঁকা শুরু করেছিল। তারা এই শিল্পকর্মের সঙ্গে সুলাওয়েসির আরেকটি ৪৮ হাজার বছরের পুরোনো চিত্রের তুলনা করেন। সেখানে মানুষের শরীরের সঙ্গে পাখির মাথা ও অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্য দেখা যায়।
গবেষণার প্রধান অধ্যাপক অ্যাডাম ব্রাম বলেন, একসময় মনে করা হতো মানুষের সৃজনশীলতা ও প্রতীকী চিন্তার শুরু হয়েছিল ইউরোপে, প্রায় ৪০ হাজার বছর আগে। কিন্তু ইন্দোনেশিয়ার এই নতুন প্রমাণ সেই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। তার মতে, গল্প বলা, কল্পনা করা ও শিল্পের মাধ্যমে ভাব প্রকাশ মানুষের স্বভাবের অংশ ছিল বহু আগেই। এই আবিষ্কার মানুষের ইতিহাস বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ৬:৩৭