স্পোর্টস ডেস্ক : আফ্রিকা কাপ অব নেশনস ফাইনালে নিজের দলের বিপক্ষে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত হজম করতে পারেনে সেনেগাল। যে কারণে দলকে মাঠ ছেড়ে আসার নির্দেশ দেন কোচ পাপে থিয়াও। সাদিও মানে ছাড়া সবাই কোচের নির্দেশে মাঠ ছাড়েন। পরে সেনেগাল দল মাঠে ফিরে চ্যাম্পিয়ন হলেও বিতর্ক এড়াতে পারেনি। এ কারণে তাদের বড় ধরনের শাস্তি হতে পারে।
শুধু সেনেগালের খেলোয়াড়রাই নন, রাবাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামের গ্যালারিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান সেনেগালের সমর্থকরা। ইউরোপের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশন এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কড়া শাস্তি পেতে পারেন। তবে ২০২৬ বিশ্বকাপে তাদের খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।
আফ্রিকা কাপ অব নেশনস টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেনেগাল দল, তাদের সমর্থক এবং তাদের স্টাফরা মিলে ফাইনালে যে বিশৃঙ্খলা ঘটিয়েছেন, সে জন্য দেশটির ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার থেকে ১ লাখ ইউরো জরিমানা করা হতে পারে। পাশাপাশি এ ঘটনায় জড়িত কোচ ও খেলোয়াড়রা চার থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। এই শাস্তি হলে অনেকেরই বিশ্বকাপে খেলা হবে না। যুক্তরাস্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল।
ফাইনাল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চ্যাম্পিয়ন সেনেগালকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিবৃতি দিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা মাঠে ও গ্যালারিতে অগ্রহণযোগ্য কিছু দৃশ্য দেখেছি। কিছু সমর্থক, পাশাপাশি কয়েকজন সেনেগালিজ খেলোয়াড় ও স্টাফ সদস্যের আচরণের আমরা তীব্রভাবে নিন্দা জানাই। এভাবে মাঠ ত্যাগ করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, আর সহিংসতা আমাদের খেলায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি একেবারেই অনুচিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আজকের ভয়াবহ দৃশ্যগুলোকে নিন্দা জানানো আবশ্যক এবং এগুলো কখনোই পুনরায় যেন না ঘটে। এ ধরনের ঘটনার ফুটবলে জায়গা নেই এবং আমি আশা করি, সিএএফের সংশ্লিষ্ট শৃঙ্খলাবিধি সংস্থা যথাযথ ব্যবস্থা নেবে।’
কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০