ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি করা যাবে না। কারণ দেশের মানুষ বহুদিন ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাই এ নির্বাচনকে কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।
বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বেসরকারি পর্যায়ে চট্টগ্রামের সর্ববৃহৎ এ হাসপাতালের জন্য জমি দান করেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তার রুহের মাগফিরাত কামনায় হাসপাতাল কর্তৃপক্ষ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আমির খসরু আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তিনি নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যে জন্য বাংলাদেশের ইতিহাসে তার নামাজে জানাজাটি ছিল সর্ববৃহৎ ও নজিরবিহীন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দক্ষিণ এশিয়ার সব দেশ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী অতিথিরা তাকে সম্মান জানানোর জন্য এসেছিলেন। তারা সবাই বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বিরল সম্মান দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর একজন সাধারণ গৃহবধূ হয়েও বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ইতিহাস গড়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর। বক্তব্য রাখেন- কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪৩