স্পোর্টস ডেস্ক : ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের ভিত্তিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়েছে। তবে ইউনিটটির কার্যক্রমের ধরনে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা ক্যাপিটালসের আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি এই বিরক্তির জেরেই বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়ার চিন্তাও করেছিলেন তিনি।
রোববার (১১ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গে কথা বলেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘গুরবাজের চলে যাওয়া প্রসঙ্গে একটা আলোচনা হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সংকেত ছিল, দিক নির্দেশনা ছিল। গুরবাজ সেটা অনুসরণ করেছে। তবে পরে এটা নিয়ে একটা সমাধান হয়েছে।’
মিঠুন বলেন, ‘গুরবাজের বিরক্তির প্রভাব তো দলের পারফরম্যান্সেও পড়েছে। ও যদি মানসিকভাবে ভালো না থাকে, তাহলে আমাদের দল ভুগবে। আমরা হয়তো ওকে বোঝাতে পারি, মানসিকভাবে এগিয়ে আসতে পারি। তবে বিষয়টিকে সে কীভাবে নেবে, নেতিবাচক থেকে ইতিবাচকে ফিরবে কি না—সেটা তার ব্যক্তিগত বিষয়।’
কিউএনবি/মহন/১২ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:২৩