স্পোর্টস ডেস্ক : জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রোববার (১১ জানুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।লড়াইটা ঐতিহ্যে আর মর্যাদার। কখনো কখনো সে লড়াই ছাপিয়ে যায় পেছনের সব ইতিহাসকেও। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই লড়াই যে কখনো কখনো অস্বস্তিত্বেরও। এবার মর্যাদার এল ক্লাসিকো মাঠে গড়াতে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
যেখানে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লড়বে দুই জায়ান্ট। বার্সার সামনে রেকর্ড ১৬ বার শিরোপা জয়ের বড় মিশন আর রিয়ালের জন্য ১৪বারের মতো ট্রফি জয়ের লক্ষ্য। মর্যাদার এল ক্লাসিকোতে জিতবে কে? সে অপেক্ষায় ক্ষন গুনছে পুরো বিশ্ব। নতুন বছরের প্রথম ও ইতিহাসের ২৬২তম এল ক্লাসিকো সামনে রেখে প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ লস ব্ল্যাঙ্কোস ও কাতালানদের।
স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার ইতিহাস সমৃদ্ধ। রেকর্ড ১৫টি শিরোপা জিতে সবাইকে ছাপিয়ে উর্ধ্বে কাতালানরা। এবার আরও একটা ফাইনাল জিততে মুখিয়ে তারা। সাম্প্রতিক ছন্দ বিবেচনায় রীতিমতো উড়ছে বার্সা। নিজেদের খেলা শেষ নয় ম্যাচের নয়টিতেই জয় আছে হ্যান্সি ফ্লিকের দলের। সঙ্গে ইনজুরিমুক্ত একটা স্কোয়াড। যা নিয়ে স্বস্তিতে আছে কাতালানরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, রাফিনিয়া, পেদ্রি, তোরেসদের নিয়ে জয়ের প্রত্যাশা কোচের।
রিয়ালের বিপক্ষে শক্ত রক্ষণ গড়ে সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামার লক্ষ্য ফ্লিকের। টানা চার এল ক্লাসিকো জিতলেও, চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে হারের ক্ষত পেতে হয় বার্সাকে। তবে, তা নিয়ে ভাবতে চায় না কাতালান ক্লাবটি। প্রতিপক্ষ নিয়ে খুব বেশি না ভেবে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা চান হ্যান্সি ফ্লিক।
ম্যাচ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমকে হ্যান্সি ফ্লিক বলেন, ‘আমাদের ফুটবলাররা খুবই ভালো ছন্দে আছে। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে, আমি চাই অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের মতোই দেখতে চাই। দল হিসেবে খেলতে চাই। আমি আশা করি দলের সবাই মাঠে তাদের সেরাটা দেবে।’এদিকে, ১৪তম ট্রফি জিয়ের মিশনে কোনোরকম ভুল করতে চায় না রিয়াল মাদ্রিদ। টানা চার এল ক্লাসিকো হারের পর একটাতে জয়ের দেখা পায় লস ব্ল্যাঙ্কোস।
তবে, চলতি মৌসুমে প্রত্যাশিত ছন্দে নেই দলটা। বার্সার কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়ে অস্বস্তিতে আছে মাদ্রিদিস্তারা। শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জিতলেও এর আগে ড্র আর হারে নাজেহাল অবস্থা ছিল তাদের। বেশ কিছু ইনজুরি সমস্যাও আছে দলে। এমবাপ্পের চোট নিয়ে চিন্তার ভাঁজ কোচ শাবি আলোনসোর কপালে। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও শেষ মুহূর্ত পর্যন্ত এমবাপ্পের জন্য অপেক্ষা করবে লস ব্ল্যাঙ্কোস।
ম্যাচ নিয়ে গণমাধ্যমকে শাবি আলোনসো বলেন, ‘এটা বিশেষ একটা ম্যাচ। এখানে যেকোনো কিছুই হতে পারে। এটা এমন একটা ম্যাচে সেখানে জিততে হলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তা জানতে হবে। ফাইনাল সব সময় ভিন্ন হয়। আমরা জয়ের জন্য প্রস্তুতি নিয়েছি।’স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ও রিয়ালের টানা চার ফাইনালে দুটি করে জয় আছে দুদলের।
কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৫০