আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউক্রেনে রাশিয়ার ওরেশনিক মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
ইউক্রেন পরিস্থিতি নিয়ে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, আলোচনায় তিন নেতা একমত হয়েছেন যে, রাশিয়ার এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ‘উসকানিমূলক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
স্টারমার বলেছেন, এই হামলার পেছনে রাশিয়া যে যুক্তি দেখাচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন। তার ভাষায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি সরকারি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টার অভিযোগ সাজানো ও বানোয়াট। হামলাকে ন্যায্যতা দিতেই মস্কো এ ধরনের অভিযোগ তুলছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, মার্কিন গোয়েন্দা তথ্যে দেখা গেছে পুতিনের বাসভবন লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি।
আলোচনায় স্টারমার আরও বলেন, রাশিয়ার মতো প্রতিপক্ষকে প্রতিহত করতে ন্যাটো জোটকে এ অঞ্চলে আরও শক্ত অবস্থান নিতে হবে।
এর আগে শুক্রবার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী জানায়, ইউক্রেনে শব্দের গতির চেয়ে ১০ গুণের বেশি গতিসম্পন্ন হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার চেষ্টার জবাবে এ হামলা চালানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে, হামলায় ইউক্রেনের একটি ড্রোন উৎপাদন কারখানা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সূত্র: গার্ডিয়ান, স্কাই নিউজ
কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৬,/রাত ৫:২৪