স্পোর্টস ডেস্ক : গ্যালারি দর্শক আর উত্তেজনায় মুখরিত থাকলেও মাঠে সেই প্রতিফলন দেখা যায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনাল ও লিভারপুল গোলশূন্য ড্র করেছে। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল পয়েন্ট ভাগাভাগি করলেও লিগের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে মনোযোগী ছিল আর্সেনাল, তবে ২৭ মিনিটে তারা বিপর্যয়ে পড়ে। ডিফেন্ডার উইলিয়াম সালিবারের ঝুঁকিপূর্ণ ব্যাকপাস হ্যান্ডল করতে গিয়ে গোলরক্ষক দাভিদ রায়া ভুল করে, যার সুযোগে লিভারপুলের কনর ব্র্যাডলি গোল করার চেষ্টা করেন, কিন্তু তার চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসায় আর্সেনাল রক্ষা পায়। প্রথমার্ধের শেষ দিকে ডেক্লান রাইসের শক্ত শটও লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার প্রতিহত করেন।
দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিতে চায় লিভারপুল। ৮২ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক সামান্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর্সেনাল রক্ষণে মনোযোগী থাকলেও যোগ করা সময়ে দু’টি বড় সুযোগ পায়। গাব্রিয়েল জেসুসের হেড আলিসনের হাতে আটকানো হয়, আর গাব্রিয়েল মার্তিনেল্লির বাঁকা শটও প্রতিহত করেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। শেষ মুহূর্তে গাব্রিয়েল মাগালিয়াইস হেড করলেও তা গোল হয়নি, ফলে ম্যাচ শেষ হয় ০-০ ড্রয়।
টানা তিন জয়ের পর এই ড্র আর্সেনালকে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রেখেছে। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা যথাক্রমে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/দুপুর ১২:৪০