আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রতিরক্ষা কেনাকাটা ও বাণিজ্য-সংক্রান্ত একাধিক ঝুলে থাকা ইস্যুতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহ নিয়েও মোদি তার কাছে আসেন বলে দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ।’
মঙ্গলবার প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর ‘তেমন একটা খুশি নন’। যদিও মোদির সঙ্গে তার সম্পর্ক ভালো বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি আমার ওপর খুব একটা খুশি নন।
আপনারা জানেন, এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ, তারা (রাশিয়া থেকে) তেল কেনা বন্ধ করেনি। তবে এখন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে। শুল্ক নীতির ‘সাফল্য’ নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প। তার বক্তব্য, আমরা শুল্কের মাধ্যমে ধনী হয়ে উঠছি। শিগগিরই ৬৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্রে আসছে-শুধুই ট্যারিফের কারণে।
প্রতিরক্ষা সম্পর্কের প্রসঙ্গেও ফের অ্যাপাচে হেলিকপ্টারের বিলম্বিত সরবরাহ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ভারত তাকে বলেছে, তারা পাঁচ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে। উল্লেখ্য, ট্রাম্প ভারতের ওপর বর্তমানে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসাবে।
কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:১৪