সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।
নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। এসময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান অতিথি রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ। তিনি সাংবাদিকদের বলেন- সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোটকেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শণ করবে। বিভাগের প্রতিটি জেলায় পরিদর্শন করা হবে।
কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৫