আন্তর্জাতিক ডেস্ক : প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ গ্যাসচালিত নৌকার তুলনায় এটি বহুগুণে পরিবেশবান্ধব। প্রাথমিকভাবে স্পোর্টস ইভি দিয়ে পথচলা শুরু হলেও ভবিষ্যতে মাছ ধরার নৌকা, অবসর যাপনের নৌযান এবং ফেরির মতো বাণিজ্যিক জাহাজ তৈরির পরিকল্পনাও রয়েছে আর্কের।
কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০০