স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরু ততটা খারাপ হয়নি, মাঝে কাটিয়েও উঠেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু সিলেট টাইটান্সের সঙ্গে পেরে ওঠেনি। আরও গুছিয়ে বললে—নাসুম আহমেদের ঘুর্ণিতে কুপোকাত হয়েছে হায়দার আলীর দল।
হারের দিনে নোয়াখালী গড়েছে লজ্জার এক রেকর্ড। বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে তাদের ৬১ রানের ইনিংস। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এই প্রতিযোগিতায় এটাই সর্বনিম্ন দলীয় রান। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা।
ছোট রানের পুজিতে লড়তে গিয়ে ৪ উইকেট হারিয়ে বসে সিলেট। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন দ্রুত ফেরেন। তবে তৌফিক খানের ৩২ ও জাকির হাসানের ২৪ রান জয়ের কাছে নিয়ে যায়। তবে উইকেট হারাতে হয় চারটি। ৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন নাসুম।
৮.৪ ওভারে পাওয়া জয়টি সিলেটকে টেবিলের তিনে তুলেছে। সিলেটের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম ও রংপুর। তবে দুটি দলই সিলেটের থেকে দুটি ম্যাচ কম খেলেছে। ৪ ম্যাচের সব কয়টি হেরে নোয়াখালী আছে তলানিতে।
কিউএনবি/মহন/০৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৪:৩১