সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পুনশ্চ লেখক সংঘ নওগাঁর আয়োজনে শহরের আল আকসা কমিউনিটি সেন্টারে এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও নওগাঁ পুনশ্চ লেখক সংঘ’র সভাপতি সরদার মোজাফ্ফর হোসেন সভাপতিত্বে এবং পুনশ্চের সম্পাদক ও প্রকাশক রবু শেঠ এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, বিটিভির সংস্কৃতি গবেষক ইমরান উজ-জামান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, চিত্রশিল্পী রেজাউল হক, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি নবির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সহ সভাপতি তামিম মাহমুদ সিদ্দিক প্রমুখ। অন্যান্যদের মধ্যে নওগাঁর কবি-গল্প ও লেখক রওনক লায়লা মুন্নী, মড সুমাত্রা,অনিমা দেবনাথ, সুষমা, সাথী, রুদ্র নীলিম, গোলাম মাওলা, মামুন হাসান নয়ন, আজাহার আলী সেতু, তাসলীম প্রবীর শিল্পীসহ অন্যান্য সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। সাহিত্য উৎসবে কবিতা পাঠ, নাচ-গান, প্ররোচনা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০