মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ মনোনিত প্রার্থী মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহ্বায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা।
দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিভিন্ন দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে তার দপ্তর থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বাঁকী প্রার্থীর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৩৩