বিনোদন ডেক্স : ইন্ডাস্ট্রির অন্দরে প্রায় সবাই একবাক্যে মানেন—অতিথি আপ্যায়ণ কাকে বলে, তা শেখা উচিত শাহরুখ খানের কাছ থেকে। জন্মদিন হোক বা দীপাবলি, আবার ছবির সাফল্য উদ্যাপন—সব ক্ষেত্রেই ‘মান্নাত’-এ জমজমাট আয়োজন করে থাকেন বলিউডের বাদশা। শাহরুখের সঙ্গে পরিচালক-প্রযোজক করণ জোহরের বন্ধুত্ব বহু বছরের। একসঙ্গে অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তারা।
তবে জানেন কি, শাহরুখের বাড়িতে যেতে গিয়ে একটি বিশেষ পোশাক পরতে রীতিমতো ভয় পান করণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর ফাঁস করেছেন শাহরুখ খানের এক ‘গোপন’ স্বভাব। করণ জানান, তিনি কখনোই একটি নির্দিষ্ট পোশাক পরে বাদশার সামনে হাজির হন না—আর তা হলো জিন্স।
শাহরুখ নিজেই বহুবার বলেছেন, পোশাকের মাপ ও ফিটিংস নিয়ে তিনি ভীষণ খুঁতখুঁতে। শুধু নিজের ক্ষেত্রেই নয়, আশপাশের মানুষদের পোশাকেও নাকি সেই খুঁতখুঁতেপনা চোখে পড়ে।
এই প্রসঙ্গে করণ বলেন, “জিন্সের ফিটিংস নিয়ে শাহরুখ অসম্ভব সচেতন। আপনি যদি ভুল মাপের জিন্স পরে ওর সামনে দাঁড়ান, ও প্রথমে আপনাকে ভালো করে দেখবে। তারপর মনে মনে বিচার করবে। এমনও ভাবতে পারে, আপনি মানুষ হিসেবে ভালো নন! এই কারণেই আমি মান্নাতে কখনও জিন্স পরে যাই না।
শাহরুখ-করণ জুটির বন্ধুত্ব শুরু হয়েছিল অভিনয় জীবনের একেবারে গোড়ার দিকে। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন করণ জোহর। ছবির পরিচালক ছিলেন আদিত্য চোপড়া।
করণ আরও জানান, সেই সময় শাহরুখের পোশাক সংক্রান্ত অনেক দায়িত্বই ছিল তার কাঁধে। তিনিই নাকি শাহরুখকে পরামর্শ দিয়েছিলেন—কেমন ধরনের জিন্স পরলে তাকে সবচেয়ে ভালো দেখাবে। হাসতে হাসতে করণের মন্তব্য, “ভাবতেই পারিনি, এত বছর পরে শাহরুখের এই খুঁতখুঁতে স্বভাবের জন্য আমাকেই জিন্স পরতে ভয় পেতে হবে!”
কিউএনবি/মহন/২০ ডিসেম্বর ২০২৫,/দুপুর ২:৫৪