বিনোদন ডেক্স : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই রোষানল থেকে বাদ যায়নি সাংস্কৃতিক কেন্দ্রগুলোও। বিশেষ করে সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ‘ছায়ানট’ ভবনে ভাঙচুরের ঘটনা গভীর উদ্বেগ ও শঙ্কার সৃষ্টি করেছে সংস্কৃতি অঙ্গনে।
বৃহস্পতিবার মধ্যরাতে ছায়ানট কার্যালয়ে হামলার বেশ কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে সেই ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায়, ছায়ানটের ভেতর যেন এক বীভৎস তাণ্ডব চালানো হয়েছে। একটি ছবিতে দেখা যায়- হারমোনিয়ামটি ভেঙে চুরমার করে রাখা হয়েছে। তবলাগুলো এলোমেলো পড়ে আছে, অন্যান্য আসবাবপত্র ভাঙা এবং চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র।























