বিনোদন ডেক্স : পরিচালক পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’–এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন অভিনেতা জিৎ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে। জানা গেছে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীনই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।
পুরো সপ্তাহজুড়েই শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিনেতা ঠিক কিভাবে আঘাত পেয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি।























