আমিনুর রশিদ রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এ আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও গবেষক সৈয়দ আমিরুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গকবি মো. লুৎফুর রহমান, বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা সাংবাদিক এম এ রকিব। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিন, সহ-সভাপতি মোহাম্মদ সুহেলুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ সংগঠনের সদস্য আক্তারুজ্জামান দিপু, এমরান হোসেন, শেখ আহমদ নাঈম সাকিব, ইমন মিয়া, ইকবাল হোসেন, বর্ষণ পাল, জিলান মিয়া, বাবুল মিয়া প্রমুখ। আলোচনা সভা থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জানানো হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই বিজয় শুধু একটি দিনের নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার চিরন্তন প্রেরণা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি।
বিজয়ের চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে। ইতিহাস বিকৃতি নয়, সঠিক ইতিহাস জানানোই আজকের সময়ের সবচেয়ে বড় দায়িত্ব। বক্তারা আরও বলেন,‘বসুন্ধরা গ্রুপ পরিচালিত প্রতিটি মিডিয়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।’
কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:০০