সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা ডাক বাংলো মাঠে ধানের শীষ সমর্থক গোষ্ঠী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা ধানের শীষের সমর্থকগোষ্ঠীর আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন সহ এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ এই আসনের ৯০টি ওয়াড়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০৫