সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাষ্ট নওগাঁ শাখা এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় নওগাঁ শহরের কালীতলা মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাষ্ট নওগাঁ শাখার আয়োজনে এবং তপন কুমার দাস উদ্যোগে এ বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নওগাঁ শাখার আহবায়ক এ্যাড.কুমার বিশ্বজিৎ সরকার, সদস্য সচিব তপন কুমার দাস প্রমূখ সহ সংগঠনে অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ। এসময় শহীদ বুদ্ধিজিবীদের বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করেন।
এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতাও কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এই প্রার্থনায় অংশ গ্রহণ করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাষ্ট নওগাঁ শাখার আয়োজক বৃন্দ সহ আরো অনেকে। প্রার্থনা শেষে সকলের মাঝে মিরামিশ খাবার বিতরণ করেন আয়োজক কমিটি।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:৫৫