আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে ভেনেজুয়েলা বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার।
এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’ করছে। লাতিন আমেরিকার এই দেশটির দাবি, ভেনেজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের এই আক্রমণ অভিবাসন, মাদক পাচার, গণতন্ত্র কিংবা মানবাধিকারের কারণে নয়; বরং ‘এটা সবসময়ই ছিল আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের তেল ও জ্বালানি দখলের জন্য।’এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার উপকূলে একটি ট্যাংকার আটক করেছি— খুব বড় ট্যাংকার। এখন পর্যন্ত আটক করা ট্যাংকারগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। তিনি আরও বলেন, আরও কিছু ঘটনা ঘটছে, তবে সে বিষয়ে বিস্তারিত জানাননি। ট্রাম্প বলেন, পরে তিনি এ নিয়ে কথা বলবেন।
এদিকে এ বিষয়ে পরিচয় প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন কোস্ট গার্ড এই অভিযান পরিচালনা করেছে এবং নৌবাহিনী এতে সহায়তা দিয়েছে। মাদুরোর ওপর চাপ বাড়ানোর সর্বশেষ পদক্ষেপ এটি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে নারকো-টেররিজমের অভিযোগ এনেছে। পরে দেওয়া দীর্ঘ ওই বিবৃতিতে বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার কথা স্বীকার করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের লক্ষ্য সবসময়ই কোনও ধরনের ক্ষতিপূরণ দেয়া ছাড়াই ভেনেজুয়েলার তেল দখল করা। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলার বিরুদ্ধে এই আগ্রাসন আমাদের জ্বালানি সম্পদ লুটের একটি পরিকল্পিত উদ্যোগ। দেশটির বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের আসল কারণ ‘অবশেষে প্রকাশ্যে এসেছে’। আর তা হলো— এটা অভিবাসন নয়। এটা মাদক পাচার নয়।
কিউএনবি/মহন/১১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৪